হাটহাজারী (চট্টগ্রাম)প্রতিনিধি

  ১৬ নভেম্বর, ২০২৩

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজি অটোরিকশা উল্টে গিয়ে সাইফুল আলম (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৮টার দিকে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের মুন্সির মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ১২নং চিকনদন্ডী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খন্দকিয়া গ্রামের নুর আলমের পুত্র। তিনি এক্সজিম ব্যাংক নাজিরহাট শাখার সহকারী কর্মকর্তা।

জানা যায়, বৃহস্পতিবার তিনি দাপ্তরিক কাজ শেষে সিএনজি অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সিএনজি অটোরিকসা উক্ত স্থানে পৌঁছলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফলে সড়ক পিচ্ছিল হওয়ায় উল্টে যায়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রিফাত আরা পপি এই ব্যাংক কর্মকর্তার মৃত্যুর বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।

থানার উপ-পরিদর্শক মো. বেলাল উদ্দিন গনমাধ্যমকে জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। এরমধ্যে উপস্থিত লোকজন নিহতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

পিডিএস/এএমকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নিহত,ব্যাংক কর্মকর্তা,দুর্ঘটনা,হাটহাজারী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close