কুষ্টিয়া প্রতিনিধি
দৌলতপুরে
সাংবাদিকের ওপর হামলায় মানববন্ধন

কুষ্টিয়ার দৌলতপুরে সাংবাদিক শহিদুল ইসলাম সোহাগের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ বাজারের থানামোড়ে বিক্ষোভ ও সমাবেশ হয়।
দৌলতপুর প্রেসক্লাবের (ডিপিসি) সভাপতি আব্দুল আলীম সাচ্চুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন দৌলতপুর প্রেসক্লাবের উপদেষ্টা এম মামুন রেজা, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দিন প্রমুখ । অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
উপপরিদর্শক (এসআই) মনির জানান, সাইবার ক্রাইমের সদস্যরা হামলার স্পট পরিদর্শন করেছেন। দ্রুত আসামি ধরার চেষ্টা অব্যাহত।
উল্লেখ্য, সোহাগ ‘প্রতিদিনের সংবাদ’ পত্রিকার দৌলতপুর প্রতিনিধি । গত ৪ নভেম্বর রাত দেড়টার দিকে তিনি দৌলতপুর উপজেলা বাজার থেকে বাসায় ফিরে গ্রীলের তালা খোলার সময় ৩টি মোটরসাইকেলযোগে হেলমেট পরা ৮-৯ জন সশস্ত্র ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। পরে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে।
পিডিএস/আরডি