বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
বড়াইগ্রামে মিছিলে কর্মীকে থাপ্পড় এমপির

নাটোরের বড়াইগ্রামে মিছিলের মধ্যে এক কর্মীর গালে থাপ্পড় দিলেন স্থানীয় স্থানীয় সংসদ সদস্য (এমপি)। দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর বুধবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে আনন্দ মিছিলে এ ঘটনা ঘটে। পরে ওই থাপড় মারার ভিডিও ভাইরাল হয়।
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী তার কর্মী উপজেলার জোয়াড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ফেরদৌস উল আলমকে থাপ্পড় দেন। পরে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, রাতে ১০-১২ জন কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে এমপি সিদ্দিকুর রহমান আনন্দ মিছিল করেন। ওই সময় এমপির কানে কিছু বলতে যান কর্মী ফেরদৌস উল আলম। তখন উত্তেজিত হয়ে হঠাৎ গালে চড় বসিয়ে দেন এমপি। পরে মিছিল ছেড়ে চলে যান সাবেক ইউপি সদস্য ফেরদৌস। পরে আরেকটি অনুষ্ঠানে ওই দুজনকে একত্রে দেখা যায়।
ফেরদৌস এ ব্যাপারে বলেন, আনন্দ মিছিলের শেষের দিকে তিনি সংসদ সদস্যকে একটি খবর দিতে যাচ্ছিলেন, ঠিক তখন তিনি এমনটা করেছেন।
এ বিষয় জানতে সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি কোনো সাড়া দেননি।
পিডিএস/আরডি