দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
১৬ নভেম্বর, ২০২৩
এমপি প্রার্থী হতে দুর্গাপুর উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

ছবি: প্রতিদিনের সংবাদ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। গতকাল বৃহস্পতিবার সকালে তার পদত্যাগের কথা সাংবাদিকদের জানান তিনি। এদিকে, জান্নাতুল ফেরদৌস পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ পারভীন আক্তার।
পদত্যাগের বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা শাখা-১ থেকে নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে।
শাখাটির যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার স্বাক্ষরিত চিঠিতে জান্নাতুল ফেরদৌসের পদত্যাগ গ্রহণ করে প্যানেল চেয়ারম্যান-১-কে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
পিডিএস/জেডকে
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন