শালিখা (মাগুরা) প্রতিনিধি

  ১৬ নভেম্বর, ২০২৩

ঝরে পড়া ১২ শিক্ষার্থী পেলো লেখাপড়ার সুযোগ 

মাগুরার শালিখায় ১২জন শিক্ষার্থীকে আর্থিক প্রাণোদনাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। 

মাগুরার শালিখায় ১২টি প্রাথমিক বিদ্যালয়ের ঝরে পড়া ১২জন শিক্ষার্থীকে আর্থিক প্রাণোদনাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। নতুন করে লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। গত বুধবার বিকালের দিকে উপজেলা প্রশাসন সভাকক্ষে এক অনুষ্ঠানে এ উদ্যোগ নেওয়া হয়।

জানা গেছে, শালিখায় দক্ষিণ সাবলাট, কুষখালী, চতুরবাড়িয়া, উজগ্রাম, পাথরঘাটাসহ উপজেলার ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া ১২ জন শিক্ষার্থীকে বই, খাতা, স্কুল ব্যাগ, জুতা, স্কুল ড্রেস, আর্থিক প্রাণোদনাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। এই লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। বুধবার বিকালে উপজেলা প্রশাসন সভাকক্ষে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন তিনি।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ ভর্তি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, শালিখা থানা ওসি মোশাররফ হোসেন, উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কর, বীর মুক্তিযোদ্ধা সর্দার ফারুক হোসেন, প্রমুখ।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাগুরার শালিখা,,আর্থিক প্রাণোদনা,
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close