ফরিদপুর প্রতিনিধি

  ১৬ নভেম্বর, ২০২৩

ফরিদপুরে ট্রাক চাপায় প্রাণ গেল ইজিবাইক চালকের

ছবি: প্রতিদিনের সংবাদ

ফরিদপুরের মধুখালী উপজেলা কামারখালীতে মধুমতি নদীর ওপর গড়াই সেতুতে ট্রাক চাপায় আব্বাস আলী (৩৫) নামক এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত ইজিবাইক চালক আব্বাস আলী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামের সামসুল হকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে মাগুরা থেকে ছেড়ে আসা কামারখালী বাজারগামী একটি ইজিবাইক (মধুমতি নদীর ওপর) কামারখালী ব্রিজের উপর পৌছায়। এ সময় ফরিদপুর দিক থেকে ছেড়ে আসা মাগুরাগামী বিআরটিসি একটি খালি ট্রাক ইজিবাইকে চাপা দিলে ঘটনাস্থলে চালক আব্বাস আলী নিহত হন। এদিকে দুর্ঘটনার পর মহাসড়কের যান চলাচল প্রায় এক ঘন্টা বন্ধ থাকে। খবর পেয়ে মধুখালী থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও করিমপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানচলাচল স্বাভাবিক হয়।

করিমপুর হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, মধুখালী মধুমতি নদীর গড়াই সেতুর ওপর বিআরটিসির একটি ট্রাক ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলে ইজিবাইক চালক নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানচলাচল স্বাভাবিক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফরিদপুর,ট্রাক চাপায় নিহত,ইজিবাইক চালক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close