রংপুর ব্যুরো

  ১৬ নভেম্বর, ২০২৩

তফসিল ঘোষণার পর রংপুর জেলা ও মহানগর আ.লীগের আনন্দ মিছিল

ছবি : প্রতিদিনের সংবাদ

তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই রংপুর মহানগরীতে আনন্দ মিছিল বের করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নগরীর বেতপট্টি থেকে মিছিলটি শুরু হয়ে সুপারমার্কেট সিটি কর্পোরেশনের সামন, টাউন হল, পায়রা চত্বর জাহাজ কোম্পানি মোর প্রেসক্লাব হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি হোসনে আরা লুতফা ডালিয়াসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ।

আওয়ামী লীগ ছাড়াও এতে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ মহিলা লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা তফসিলকে স্বাগত জানান এবং নৌকা নৌকা বলে স্লোগান দেন।

পিডিএস/এএমকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আনন্দ মিছিল,আ.লীগ,রংপুর জেলা ও মহানগর,তফসিল ঘোষণা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close