জাহিদুল হক মনির, শেরপুর

  ১৫ নভেম্বর, ২০২৩

ঝিনাইগাতীতে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইগাতীতে সোমেশ্বরী নদীতে বালু উত্তোল বিরুদ্ধে বুধবার টাস্কফোর্সের অভিযান। ছবি: প্রতিদিনের সংবাদ

শেরপুরের ঝিনাইগাতীতে সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর এই অর্থদণ্ড দেন। দণ্ডিত ওই ব্যক্তির নাম মো. আশরাফ আলী (২৭)। তিনি শ্রীবরদী উপজেলা বালিজুড়ি এলাকার বাসিন্দা। নদীর তাওয়াকোচা এলাকায় তিনি বালু উত্তোলন করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা সোমেশ্বরী নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন। খবর পেয়ে বুধবার বিকেলে বিজিবি, বন বিভাগ ও আনসার বাহিনীর সমন্বয়ে টাস্কফোর্সের অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মামুদ ভূঁইয়া ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে মো. আশরাফ আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া উত্তোলন করা বালু জব্দ করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঝিনাইগাতী ইউএনও মো. আব্দুল্লাহ আল মামুদ ভূঁইয়া বলেন, জনস্বার্থে ও সরকারী সম্পদ রক্ষার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শেরপুর,অবৈধভাবে বালু উত্তোলন,সোমেশ্বরী নদী,ঝিনাইগাতী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close