খাগড়াছড়ি ও দীঘিনালা প্রতিনিধি

  ১৫ নভেম্বর, ২০২৩

খাগড়াছড়ি ও দীঘিনালায় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইউপিডিএফের

খাগড়াছড়িতে ইউপিডিএফের (গণতান্ত্রিক) প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা। বুধবার বিকেল ৫টার দিকে শহরের মধুপুরবাজার এলাকায় কেন্দ্রীয় কার্যালয়ে। ছবি: প্রতিদিনের সংবাদ

খাগড়াছড়িতে আলোচনা সভার মধ্যদিয়ে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গণতান্ত্রিক) ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে শহরের মধুপুরবাজার এলাকায় কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা করেসংগঠনটি। এদিকে একই উপলক্ষ্যে জেলার দীঘিনালায় আলোচনা সভা করছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)।

খাগড়াছড়ি প্রতিনিধি জানান, ‘জুম জাতির বিরুদ্ধে সব ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে ঐক্যবদ্ধ হোন’ স্লোগানে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের নেতাদের স্মরণ করা হয়।

ইউপিডিএফ (গণতান্ত্রিক) খাগড়াছড়ি জেলা সভাপতি আলোকময় চাকমার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্যামল কান্তি চাকমা।

সভায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) কেন্দ্রীয় সহসভাপতি চার্মিং চাকমা, সাধারণ সম্পাদক মিটন চাকমা, স্থানীয় ইউপি সদস্য কান্তি লাল চাকমা, নেতৃস্থানীয় ব্যক্তি শক্তি নন্দ চাকমাসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শ্যামল কান্তি চাকমা বলেন, ‘পার্বত্য চুক্তি জুম্ম জাতির কল্যাণে জাতীয় ঐক্যের বিকল্প নেই। পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি বাস্তবায়নের সকলের প্রচেষ্টা অপরিহার্য। চুক্তি বাস্তবায়ন করতে হলে পাহাড়ের আঞ্চলিক সংগঠনের নেতাদের নেতুত্ব দিতে হবে। রাজনৈতিক পরিবেশ যাতে শান্তিপূর্ণ না থাকে, সেই লক্ষ নিয়ে স্বার্থান্বেষী একটি মহল সক্রিয় থাকে। তাই সবার মধ্যে ঐক্য, সংঘাত নয় শান্তির পথে হাঁটতে হবে।’

দীঘিনালা প্রতিনিধি জানান, উপজেলায় বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে দীঘিনালা বাস টার্মিনাল সংলগ্ন কল্পরঞ্জন মাঠের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা করছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)। এর আগে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনায় পতাকা উত্তোলন করে সংগঠনের নেতাকর্মীরা।

সংগঠনের উপজেলা কমিটির সভাপতি সমির দেওয়ান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেএসএস (লারমা) কেন্দ্রীয় কমিটির সদস্য প্রীতিময় চাকমা যুগল। উপজেলা কমিটির সংগঠক যতীন বিকাশ চাকমা আলোচনা সভার সঞ্চালনা করেন।

প্রীতিময় চাকমা যুগল বলেন, ‘পাহাড়ের শান্তি বিনষ্টে যারা ভ্রাতৃঘাতী সংঘাত তৈরি করছে, তাদের প্রতিহত করে ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করার আন্দোলন করছে।’ ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ করে চুক্তি বাস্তবায়ন করতে, আর দল ভেদে মতাদর্শগত ঐক্য গঠনের আহব্বান জানান তিনি।

সভায় অন্যদের মধ্যে ইউপিডিএফ (গণতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটির সদস্য অসীম প্রিয় চাকমা, দীঘিনালা উপজেলা জেএসএস (লারমা) সমর্থিত কমিটির সাধারণ সস্পাদক ও বোয়ালখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, কবাখালী ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, পাহাড়ি ছাত্র পরিষদের ছাত্রনেতা বিজয় চাকমা বক্তব্য দেন।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খাগড়াছড়ি,দীঘিনালা,ইউপিডিএফ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close