ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ১৫ নভেম্বর, ২০২৩

ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

ছবি: প্রতিদিনের সংবাদ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশী আশরাফুল আলম (২৫) নামে যুবক আহত হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার বাগভান্ডার বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের আওতাধীন পূর্ব ভোট হাট সীমান্তে এ ঘটনা ঘটে। আহত যুবক ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের পূর্ব ভোটহাট গ্রামের আলী আকবরের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে কয়েকজন যুবক পূর্ব ভোট সীমান্তের অবৈধ পথে সুপারি পারাপারের সময় ভারতের কালমাটি বিএসএফ ক্যাম্পের বিএসএফ সদস্যদের ছোড়া রাবার বুলেটে আহত হন আশরাফুল। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগের চিকিৎসক ফাতেমা জানান, গুলির আঘাতে অসুস্থ এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসার জন্য এসে ছিলেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বিজিবি বাগভান্ডার ক্যাম্পের) কোম্পানি কমান্ডার এ বিষয়ে জানান, বিএসএফের ছুড়া গুলিতে এক বাংলাদেশী নাগরিক আহত হয়েছে বলে শুনেছেন। ঘটনার সত্যতা জানার চেষ্টা করছেন তারা।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুড়িগ্রাম,ভূরুঙ্গামারী,যুবক আহত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close