মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাইয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা চুরিতে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় প্রথমে মেহেদীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে অন্য দুজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেহেদী হাসান, মো. তাকবির হোসেন রিয়াদ (২১) ও মো. হৃদয় (২২)।
জানা গেছে, মঙ্গলবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় মেহেদী হাসান নামে একজনকে মারধর করে এলাকাবাসী। অন্য দুজন পালিয়ে যায়। খবর পেয়ে মেহেদীকে উদ্ধার করে চিকিৎসা শেষে হেফাজতে নেয় মিরসরাই থানা পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী সীতাকুন্ডের মাদামবিবিরহাট এলাকা থেকে চুরিতে জড়িত মো. তাকবির হোসেন রিয়াদ ও মো. হৃদয়কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মেহেদী হাসান মিরসরাই উপজেলার মেহেদীনগর এলাকার ও তাকবির হোসেন রিয়াদ উপজেলার পূর্ব হিঙ্গুলী এলাকার বাসিন্দা। এছাড়া সীতাকুন্ড উপজেলার জাহানারাবাদ এলাকার বাসিন্দা মো. হৃদয়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. কবির হোসেন জানান, চুরিতে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তাকবিরের বিরুদ্ধে আগেও মিরসরাই সদরে একটি মোবাইল ফোনের দোকানে চুরির মামলা রয়েছে।
পিডিএস/আরডি