সিরাজগঞ্জ প্রতিনিধি

  ০৪ অক্টোবর, ২০২৩

সিরাজগঞ্জ সদর

প্রেমিকাকে পেতে স্বামীকে হত্যা, গ্রেপ্তার ৩

প্রেমিকাকে পাওয়ার আশায় সাগরকে পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ ফেলে যায় ওয়াজেদসহ তার সঙ্গীরা।

ছবি: প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জে অটোরিকশাচালক মোতালেব ভূইয়া সাগর (৩০) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। পরকীয়া প্রেমিকাকে পাওয়ার জন্য তাকে হত্যা করা হয়েছে। এতে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পরকিয়া প্রেমিকাকে পাওয়ায় আশায় ওয়াজেদসহ তার সঙ্গীরা পরিকল্পিতভাবে সাগরকে হত্যার পর মরদেহ ফেলে রেখে যায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলের দিকে সিরাজগঞ্জ সদর থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ানুল ইসলাম (সদর সার্কেল) এ সব তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার আলোকদিয়া গ্রামের সুমন সরকার (২৭), ধীতপুর কানু গ্রামের তরিকুল ইসলাম (২৭) ও পৌর এলাকার গয়লা মহল্লার ওয়াজেদ (২৭)।

অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ানুল ইসলাম বলেন, স্ত্রী ও ২ মেয়েসহ সিরাজগঞ্জ পৌর এলাকার গয়লা মহল্লায় শ্বশুর বাড়িতে থাকতেন সাগর। প্রতিদিনের মতো গত ২৬ সেপ্টেম্বর বিকেলে অটোরিকশা চালাতে বের হয়ে নিখোঁজ হন তিনি। পরে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন সকালে একই এলাকার রঘুরগাঁতী গ্রামের রাস্তার পাশে ফসলি জমি থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুপার আরো বলেন, চালক সাগর হত্যাকাণ্ডে তার বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার তদন্তে তথ্য প্রযুক্তির মাধ্যমে সোমবার (২ অক্টোবর) রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় অটোরিকশা, চাকু, নাইলন সুতা ও জুতা জব্দ করা হয়েছে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ,হত্যা,পরকীয়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close