রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
রৌমারীতে অগ্নিকাণ্ডে পাট-সরিষা পুরে ছাই
রৌমারীতে পাট ও সরিষার গুদামে অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার বেশি মালামাল পুরে ছাই হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
জানা গেছে, পাট ও সরিষার গুদাম থেকে হঠাৎ করে আগুন দেখতে পায় পথচারিরা। পরে স্থানীয়রা বিভিন্নভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে গুদামের মালিক কেরামত আলী ও মজনু মিয়া জানান, এতে প্রায় ২০০ মণ পাট, সাড়ে ৩০০ মণ সরিষা ও বিভিন্ন মালামালসহ প্রায় ২৫ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এ বিষয়ে কর্তিমারী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, তারা খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে যান। পরে অনেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
পিডিএস/আরডি