কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

  ০৪ অক্টোবর, ২০২৩

জমি সংক্রান্ত বিরোধের জের

চিকিৎসাধীন অবস্থায় ফের মারধর, আহত ব্যক্তির মৃত্যু

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে একজনকে মারধরে আহত করার পর চিকিৎসাধীন অবস্থায় ফের হামলা করা হয়। এতে আহত মোক্তার হোসেন (৪৩) মারা গেছেন। বুধবার (৪ অক্টোবর) দুপুরে মোক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য মাহমুদুর রশিদ টুটুল। গত মঙ্গলবার রাত তিনটার দিকে রাজধানীর একটি বেরসরকারী হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় তার মৃত্যু হয়।

মোক্তার মিয়া উপজেলার বক্তারপুর ইউনিয়নের গোয়ালীয়াবাড়ী গ্রামের মৃত হাসেন আলীর ছেলে। সোমবার (২ অক্টোবর) সকালে উপজেলার বক্তারপুর ইউনিয়নের গোয়ালীয়াবাড়ী গ্রামে তার ওপর প্রথম ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিতীয় দফা হামলার ঘটনা ঘটে। ঘটনার দিনই তার বড় ভাই মো. সুরুজ মিয়া বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন। এ ঘটনায় মো. শারফুদ্দিন (৪০) ও মো. রিপন হোসেনকে (৩০) নামে দুজনকে গ্রেপ্তারের পর গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, মোক্তারের পরিবারের সঙ্গে বিবাদীদের দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার (২ অক্টোবর) সকালে মোক্তার মিয়া তার চাচাত বোন মোসলেমা বেগমের কাছ থেকে কেনা জমিতে সীমানা খুঁটি স্থাপন করতে যান। ওই সময় প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র-শস্ত্রে মোক্তারের ওপর হামলা চালায়। এ সময় মোক্তারকে বাঁচাতে তার ছোট ভাই আক্তার এগিয়ে আসলে প্রতিপক্ষরা তাকেও মারধর করে। পরে মোক্তারকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ফের হামলা করা হয়।

এ সময় অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় হস্তান্তর করেন। পরে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার অবস্থা খারাপ হলে স্বজনরা তাকে রাজধানী উত্তরার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করান। সেখানেই গত মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

এসআই সাইফুল ইসলাম জানান, অভিযুক্ত দুজনকেই সোমবার (২ অক্টোবর) আটক করে পর দিন মঙ্গলবার সকালে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক তিনজন অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মোক্তারের মরদেহ তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাজীপুর,কালীগঞ্জ,মৃত্যু,মারধর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close