বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

  ০৪ অক্টোবর, ২০২৩

একসঙ্গে তিন কন্যা সন্তানের মা তাসলিমা

ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে তাসলিমা বেগম (২৪) নামে এক নারী একসঙ্গে তিন কন্যা সন্তান প্রসব করেছেন। বুধবার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার গোঁয়ালগাও মধ্যপাড়া গ্রামে বাবার বাড়িতে ওই সন্তানদের জন্ম দেন তাসলিমা। তিনি শ্রীবরদী উপজেলার রাণীশিমুল এলাকার মালাকুচা গ্রামের অটো ভ্যান চালক আবদুল হালিমের স্ত্রী।

তার বাবা নীল বাদশা জানান, বুধবার (৪ অক্টোবর) সকালে প্রসব যন্ত্রণা শুরু হলে স্থানীয়ভাবেই স্বাভাবিক প্রক্রিয়ায় তিনটি কন্যা সন্তান প্রসব করেন তাসলিমা। তিন সন্তানের প্রসবের পর তাসলিমা ও নবজাতকরা সুস্থ রয়েছেন। তাসলিমার ৩ বছর বয়সী আরও একটি ছেলে সন্তান রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক বলেন, খবর পেয়ে গোঁয়ালগাও কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মনিরা বেগমকে পাঠানো হয়েছে। তিনি সার্বিক খোঁজ নিচ্ছেন ও পরামর্শ দিয়েছেন। মা ও নবজাতকরা সুস্থ আছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ যেকোনো প্রয়োজনে ওই পরিবারের পাশে থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত জানান, বিষয়টি তিনি শুনেছেন। মা ও সন্তানের খোঁজ নিচ্ছেন।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জামালপুর,বকশীগঞ্জ,একসঙ্গে তিন কন্যা,তাসলিমা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close