আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

  ০৩ অক্টোবর, ২০২৩

সয়ন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

ছবি: প্রতিদিনের সংবাদ

পঞ্চগড়ের আটায়ারীতে সামিউল ইসলাম সয়ন (২৬) হত্যার প্রতিবাদে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন নিহতের স্বজনেরা। মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রেসক্লাব সড়কে এ বিক্ষোভ হয়। নিহত সামিউল উপজেলার ছোটদাপ গ্রামের ব্যবসায়ী রবিউল হকের ছেলে।

বিক্ষোভে বক্তব্য দেন, সয়নের বাবা রবিউল হক, মা সেলিনা বেগমসহ অন্যরা। সয়নের বন্ধুরা বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে প্রশাসন আসামি গ্রেপ্তার করতে ব্যর্থ হলে আটোয়ারীবাসী কঠিন আন্দোলনে নামতে বাধ্য হবে।

এর আগে, ৬ সেপ্টেম্বর বন্ধু মুন্নাসহ (৩০) দুজন সয়নকে মোটরসাইকেলে নিয়ে রুহিয়ার দিকে যাওয়ার সময় তার মাথায় আঘাত করে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায়। সয়ন রংপুরে চিকিৎসাধীন অবস্থায় ৮ সেপ্টেম্বর মারা যায়। সয়নের মা বাদী হয়ে আটোয়ারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ সময় আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, সবাই সহযোগিতা করলে হত্যাকারী শীঘ্রই গ্রেপ্তার হবে। তার আশ্বাস পেয়ে বিক্ষোভকারীরা ঘরে ফিরে যান।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সয়ন,ফাঁসি,দাবি,বিক্ষোভ,পঞ্চগড়,অটোয়ারী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close