এম এ লিতু, কালীগঞ্জ (ঝিনাইদহ)
কালীগঞ্জে উন্নত জাতের পাট বীজ উৎপাদনে সফল কৃষক
** উপজেলায় ৫ থেকে ৭ টন পাট বীজ উৎপাদনের আশা। ** কৃষকদের উৎপাদিত এ পাট বীজ ২০০ টাকা কেজি দরে ক্রয় করে সরকার।
সারাদেশে ৫০টি উপজেলায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের (সংশোধিত-১) আওতায় কালীগঞ্জে উন্নত জাতের পাটের বীজ উৎপাদনের জন্য ৭৫ জন কৃষক নিজ নিজ জমিতে পাটের বীজ উৎপাদন করেছেন। বীজ উৎপাদনকারী কৃষকদের উপজেলা পাট অফিস থেকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে প্রতিজনকে ৫ কেজি ইউরিয়া, ৩ কেজি টিএসপি, ১ কেজি এমওপি এবং ৪ কেজি জিপসাম সার এবং কীটনাশক বিনামূল্যে প্রদান করা হয়। ভাদ্র মাস থেকে কৃষক মাঠে পাট বীজ বপন শুরু করে। পাট বীজ উৎপাদনের ক্ষেত্রে চারা রোপণ ও ছেটানো পদ্ধতিতে ১০০-১২০ দিনের মধ্যে পাট বীজ সংগ্রহ করা যায়। বিঘা প্রতি বীজের ফলন ১৫০ কেজি থেকে ১৮০ কেজি পর্যন্ত হয়ে থাকে। কৃষকদের উৎপাদিত এ পাট বীজ উপজেলা পাট অফিস থেকে সরকার নির্ধারিত মূল্য ২০০ টাকা কেজি দরে ক্রয় করে।
ক্রয়কৃত এসব বীজ উপজেলার প্রকল্পের তালিকাভুক্ত কৃষকদের মাঝে বিতরণ করা হয়। ১ বিঘা জমিতে একজন কৃষকের পাট বীজ উৎপাদনে খরচ হয় ৭-৮ হাজার টাকা। কৃষক এ খরচে বিঘা প্রতি ৩০ হাজার থেকে ৩৬ হাজার পর্যন্ত পেয়ে থাকেন। উপজেলার মালিয়াট ইউনিয়নের বেথুলী গ্রামের মৃত বাবর আলীর ছেলে মোহাম্মদ ওমর ফারুক তার ৬৬ শতাংশ জমিতে পাটের বীজ বপন করেন। তিনি বলেন, আমি নিয়মিত পাটের বীজ উৎপাদন করি। এতে করে অনেক লাভবানও হই। গতবছর আমি সেরা পাটবীজ উৎপাদকারী কৃষক হিসেবে জেলা পাট অধিদপ্তর থেকে পুরষ্কার পেয়েছি। এখন আমাকে দেখে অনেক কৃষক পাট বীজ উৎপাদনে উৎসাহী হচ্ছেন। এর আগে, ২০২২-২৩ অর্থবছরে এই উপজেলায় ৩৩ একর জমিতে ৩ টন পাট বীজ ক্রয় করার মধ্য দিয়ে সারাদেশের পাট বীজ উৎপাদনকারী উপজেলাগুলো থেকে এগিয়ে ছিল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পাট অফিস।
উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন জানান, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের নিম্ন জাতের পাট বীজ ক্রয়ে কৃষকদের নিরুৎসাহিত করে দেশীয় উন্নত জাতের পাট বীজ উৎপাদন করে তাদের পাট চাষে স্বাবলম্বী হাওয়া এবং দেশের সোনালি আঁশের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করাই পাট বীজ উৎপাদন প্রকল্পের মুখ্য উদ্দেশ্য। এর মধ্য দিয়ে একদিকে সরকারের পাট বীজ আমদানির পরিমাণ কমছে, অন্যদিকে কৃষক লাভবান হচ্ছে। একই সঙ্গে পাট বীজে দেশ স্বাবলম্বী হচ্ছে। আমি আশা করছি, চলতি অর্থবছরে এ উপজেলায় ৫ থেকে ৭ টন পাট বীজ উৎপাদন হবে।পিডিএস/জেডকে