বগুড়া প্রতিনিধি
০৩ অক্টোবর, ২০২৩
ইন্টার্ন ভাতা আদায়ের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি

ছবি: প্রতিদিনের সংবাদ
বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে ইন্টার্ন ভাতা আদায়ের দাবিতে মানববন্ধন করেছেন শতাধিক ইন্টার্ন নার্স ও ডিপ্লোমা ইন্টার্ন মিডওয়াইফ কর্মীরা। মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে এ মানববন্ধনে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করা হয়।
মানববন্ধনে বক্তারা জানান, তারা কোনো ইন্টার্ন ভাতা পাচ্ছেন না। বর্তমানে কোনো হোস্টেলের সুবিধাও নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, খাবার, যাতায়াত, হাত খরচ ইত্যাদি মিলিয়ে ৮-১০ হাজার টাকা খরচ হয়ে যায়। পড়াশোনা শেষ করে বাসা থেকে টাকা এনে ইন্টার্নশিপ করা তাদের জন্য কষ্টসাধ্য। ইন্টার্ন ভাতার বিষয়ে কোনো সুরাহা না হওয়া পর্যন্ত নার্সিং ও মিডওয়াইফ কলেজ বগুড়ার সব ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফ কর্মী অনির্দিষ্ট কালের কর্মবিরতি চালাবেন।
পিডিএস/জেডকে
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন