ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
ধর্মপাশায় এমপি শামিমা খানমের পথসভা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামিমা আক্তার খানমের পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ কৃষক লীগের উদ্যোগে ধর্মপাশা উপজেলা বঙ্গবন্ধু চত্বরে এই পথ সভা অনুষ্ঠিত হয়।
পথ সভায়, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সদস্য সুশীল সরকারের সভাপতিত্বে সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামিমা আক্তার খানম প্রধান অতিথির বক্তব্যে তিনি আওয়ামী লীগসহ সকল সহযোগী অঙ্গসংগঠন ও তৃণমূলের সকল নেতাকর্মীদের আহ্বান করে বলেন, আসুন সবাই একত্রিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তুলি, তার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে আবারো আওয়ামী লীগের সরকার গঠন করি।
সভায়, সুনামগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক সালাউদ্দিন, পার্শ্ববর্তী নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানা কমিটির সদস্য বদরুল আলমসহ ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর, জামালগঞ্জের আওয়ামী লীগসহ সকল সহযোগী অঙ্গসংগঠন ও তৃণমূলের প্রায় দুই হাজারেরও বেশি নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পিডিএস/এএমকে