শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
০২ অক্টোবর, ২০২৩
শাহরাস্তিতে ২ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

ছবি : প্রতিদিনের সংবাদ
চাঁদপুরের শাহরাস্তিতে মেয়াদ উত্তীর্ণ ও স্যাম্পল ঔষধ সংরক্ষণের অভিযোগে ২টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলার উপপরিচালক নূর হোসেন রুবেল এ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে শাহরাস্তি থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
জানা গেছে, শাহরাস্তি উপজেলা হাসপাতাল সংলগ্ন তদারকি অভিযানে ভাই ভাই ফার্মেসী এবং আল শেফা ফার্মেসী নামে দুটি প্রতিষ্ঠানকে মেয়াদ উত্তীর্ণ ও স্যাম্পল ঔষধ অবৈধভাবে বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন উপেক্ষা করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারকে তদারকির পর বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।
পিডিএস/আরডি
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন