আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

  ০২ অক্টোবর, ২০২৩

মাদক সেবন

আক্কেলপুরে ৮ জনকে জেল ও জরিমানা

জয়পুরহাটের আক্কেলপুরে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে আটজনকে জেল ও জরিমানা করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। রবিবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক দুলাল চন্দ্র। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন।

দণ্ডিতদের মধ্যে নওগাঁর ধামুইরহাট উপজেলার মিঠুন কুমার দেবনাথকে (৩০) দুই মাস বিনাশ্রম কারাদণ্ড, উপজেলার পশ্চিম হস্তাবসন্তপুর গ্রামের মানিক হোসেন (২৬) ছয় মাস, একই গ্রামের মিজানুর রহমান (৩২) দুই মাস, হাস্তাবসন্তপুর এলাকার মেহেদী হাসান (৪০) এক মাস, পশ্চিম আমুট্ট এলাকা দুলাল মন্ডল (৩০) এক মাস, পুরাতন বাজার এলাকার হারুনুর রশিদ বাবলু (৪০) সাত দিন, ভিকনী এলাকার পিয়াস মন্ডল (২৮) এক মাস ও শান্তা পাহানপাড়া এলাকার রুবেল পাহানকে (২৫) সাত দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া তাদের ১০০ টাকা থেকে শুরু করে ৯ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়।

দুলাল চন্দ্র বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করেছেন। পরে ভ্রাম্যমান আদালত তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং অপরাধ অনুসারে অর্থদণ্ড আদায় করেন।

ফিরোজ হোসেন বলেন, অপরাধের ধরণ অনুযায়ী তাদের বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছেন।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জয়পুরহাট,আক্কেলপুর,মাদক,জেল ও জরিমানা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close