বাগেরহাট প্রতিনিধি

  ৩০ সেপ্টেম্বর, ২০২৩

বাগেরহাটের রামপাল

রাস্তা থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে সঙ্গবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

বাগেরহাটের রামপালে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার জিরোপয়েন্ট ও ফয়লা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ওই দিন রাতেই নির্যাতনের শিকার কিশোরীর মামা বাদী হয়ে তিন যুবকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

গ্রেপ্তার যুবকরা হলেন, উপজেলার পাড়গোবিন্দপুর গ্রামের শেখ রাসেল (২৬) ও কালেখারবের এলাকার রাকিব হোসেন সজল (২৫)। অন্য আসামি রহমত (২৬) পলাতক। এর আগে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কের একটি মোড় থেকে রহমত ও রাসেল মিলে ওই স্কুলছাত্রীকে মোটরসাইকেলে তুলে একটি টংঘরে নিয়ে যান। সেখানে তিনজন মিলে তাকে সঙ্গবদ্ধ ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় স্কুলছাত্রী। তবে পথে অসুস্থতা অনুভব করায় পার্শ্ববর্তী এলাকায় মামার বাড়ির দিকে রওনা হয়। সন্ধ্যার আগে খুলনা-মোংলা মহাসড়কের একটি মোড়ে পৌঁছলে তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় রহমত ও রাসেল। উপজেলার একটি টংঘরে নিয়ে যায় তাতে। সেখানে আগে থেকে অবস্থান করা সজল ও দুইজন মিলে ছাত্রীকে সঙ্গবদ্ধ ধর্ষণ করে। রাত ৭টার দিকে মহেন্দ্র গাড়িতে স্কুলছাত্রীকে বাড়িতে পাঠিয়ে দেয় তারা।

জানতে চাইলে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, ধর্ষণের ঘটনায় স্কুলছাত্রীর মামা বাদী হয়ে মামলা করেছেন। তিন আসামির মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যজনকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে। আইনগত ব্যবস্থা চলমান।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাগেরহাট,রামপাল,ধর্ষণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close