মুন্সীগঞ্জ প্রতিনিধি

  ৩০ সেপ্টেম্বর, ২০২৩

মিরকাদিমে দুই মাসের শিশু চুরি 

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জে মিরকাদিম পৌরসভায় গোপালনগর এলাকায় আযান নামের দুই মাস বয়সী এক শিশুকে ঘর থেকে চুরির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালের দিকে পৌরসভার গোপালনগর এলাকায় এ ঘটনা ঘটে। আযান স্থানীয় মো. শরীফের ছেলে। এ বিষয়ে চুরি হওয়া শিশুর মামা মো. মুক্তার সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সকালে মা শ্রাবণী বেগম তার দুই মাসের ছেলে আযানকে বসতঘরে খাটে রেখে বাইরে যায়। এ সময় ঘরের ভিতর অন্য কেউ ছিল না। বাড়ির অন্যরাও নিজ ঘরে ঘুমের মধ্যে ছিল। দরজা খোলা রাখার সুযোগে শিশুটিকে চুরির ঘটনা ঘটে। শ্রাবনী বেগম ঘরে এসে খোঁজাখুঁজি করেও শিশুটিকে আর পাননি।

শিশুর মামা মোক্তার বলেন, আমাদের সঙ্গে পারিবারিকভাবে কারো কোনো বিরোধ ছিল না। তবে কেউ আমার ভাগ্নেকে চুরি করে থাকতে পারে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, তদন্ত করে শিশুকে খুঁজে বের করা হবে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মুন্সীগঞ্জ,মিরকাদিম,শিশু চুরি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close