উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
উলিপুরের সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কুড়িগ্রামের উলিপুরে আলোচিত এক ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুধবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান আতার বিরুদ্ধে জিআর মামলা আমলে নিয়ে ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী কুড়িগ্রাম জেলা প্রশাসক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন। থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতার অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জেসমীন প্রধান স্বাক্ষরিত পত্রে জানানো হয়।
এর আগে, নির্বাচিত হওয়ার পর থেকে ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতা নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্ম দিয়ে আসছেন। ভূমি কর্মকর্তাকে লাঞ্ছিত, কলার দাম চাওয়ায় দোকানিকে মারধর, গৃহবধূকে ধর্ষণ চেষ্টাসহ বিস্তর অভিযোগ তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতা বলেন, বরখাস্তের চিঠিটি ফেসবুকে দেখেছি। সরকারিভাবে এখনো হাতে পাইনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা বলেন, অফিস বন্ধ এখনো প্রজ্ঞাপনটি পাইনি। চিঠিটা হাতে পেলে এ বিষয়ে বলতে পারবো।
পিডিএস/আরডি