শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

  ২৯ সেপ্টেম্বর, ২০২৩

প্রতিপক্ষকে ফাঁসাতে ভাতিজিকে পিটিয়ে হত্যা করল চাচা

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে শিশু ভাতিজিকে পিটিয়ে হত্যা করলেন আপন চাচা মোক্তার শেখ । বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু ফাতিহা (২) ওই গ্রামের আ. সাত্তারের মেয়ে। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মোহাম্মদ নাসিম।

জানা গেছে, একই গ্রামের লালমিয়া গং ও লিয়াকত আলী গংদের সাথে দীর্ঘ দিন যাবত জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ ছিল। বিরোধের মিমাংসা করতেই বাড়িতে সালিশ বসেছিল। সালিশে জমির কাগজপত্র পর্যালোচনার একপর্যায়ে দু পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। ঘটনার কয়েক মিনিট পর লাঠিসোঁটা নিয়ে হামলা হয়। পরে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় এক যুবক সাত্তারের স্ত্রী কুলসুমকে একটি বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে পেটাচ্ছে। তখন শিশু ফাতিহা তার মায়ের কুলে ছিল। তখন শিশু ফাতিহাকেও আঘাত করতে দেখা যায়। এতে মা ও মেয়ে গুরুতর আহত হলে তাদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ফাতিহার মৃত্যু হয়।

ওসি আবুল ফজল জানান, শিশুর মা কুলসুম বাদী হয়ে বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে তিন জনের নাম উল্লেখ করে ও ১০-১৫ জনকে অজ্ঞাত করে শ্রীপুর মডেল থানায় একটি মামলা করেন। ইতিমধ্যে শ্রীপুর থানা পুলিশের একটি টিম ঘটনার রহস্য উদঘাটন করে শিশুর বাবা সাত্তার ও চাচা মোক্তারকে আটক করেছেন। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাজীপুর,শ্রীপুর,হত্যা,প্রতিপক্ষকে ফাঁসাতে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close