সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ২৩ সেপ্টেম্বর, ২০২৩

সরাইলে পাঠ আলোচনা

‘পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার  মানুষ হই’

সরাইলে শুক্রবার পাঠ আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু স্মৃতি গণগ্রন্থাগার। ছবি: প্রতিদিনের সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই’ শীর্ষক আলোচনা সভা হয়েছে। সেই সঙ্গে রচনা, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু স্মৃতি গণগ্রন্থাগারের আয়োজনে চুন্টা অবিনাশ চন্দ্র একাডেমি উচ্চবিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু স্মৃতি গণগ্রস্থাগারে উপদেষ্টা শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএনইডি অতিরিক্ত সচিব মুসলেহ্ উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ রহিছ মিয়া, বাংলাদেশ টেলিভিশন (অব.) ইঞ্জিনিয়ারিং ম্যানেজার ছাদেকুল বাশার, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সহকারী আইন কর্মকর্তা আবুল হোসেন, বঙ্গবন্ধু স্মৃতি গণগ্রস্থাগারে সভাপতি শেখ এখলাছ-উর রহমান, ব্রাহ্মণবাড়িয়া স্কুল ও কলেজের অধ্যক্ষ শেখর কুমার দেব, চুন্টা অবিনাশ চন্দ্র, সমর চন্দ্র ভৌমিক ও সরাইল থানার উপপরিদর্শক (এসআই) আলম মিয়া প্রমুখ।

পিডিএস/ইআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বঙ্গবন্ধু,ব্রাহ্মণবাড়িয়া,সরাইল,পাঠ আলোচনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close