কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

  ২২ সেপ্টেম্বর, ২০২৩

কুলিয়ারচরের ফারজানা প্রশিক্ষণ পরীক্ষায় প্রথম

ময়মনসিংহে সমবায় সমিতির সদস্যদের দুটি প্রশিক্ষক কর্মশালায় লিখিত ও মৌখিক পরিক্ষাসহ সার্বিক বিষয়ে প্রথম স্থান অধিকার করেছেন কিশোরগঞ্জের কুলিয়ারচরের নারী উদ্যোক্তা ফারজানা আক্তার।

ময়মনসিংহের মুক্তাগাছায় আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটে ওই প্রশিক্ষক কর্মশালা হয়। গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তার হাতে সনদ ও পুরষ্কার তুলে দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ হাসিবুর রহমান মোল্লাহ। কর্মশালায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা সমবায় সমিতির সদস্যদেও প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে ১০ সেপ্টেম্বর থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত ১২ দিনব্যাপী ব্লক-বাটিক ও ৫ দিনব্যাপী হিসাব সংরক্ষণ প্রশিক্ষণ হয়।

বৃহস্পতিবার পুরস্কার বিতরণের সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের প্রশিক্ষক মোহাম্মদ আব্দুর রউফ, প্রশিক্ষণের কোর্স পরিচালক ও ইনস্টিটিউটের প্রশিক্ষক মোহাম্মদ ইউনুস আলী। কর্মশালায় ব্লক ও বাটিকের ওপর প্রশিক্ষণ দেন নুরুন্নাহার জোসনা, সহকারি প্রশিক্ষক নাহিদা আক্তারসহ অন্যরা। নারী উদ্যোগের পাশাপাশি ফারজানা আক্তার দৈনিক প্রতিদিনের সংবাদ-এর কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কিশোরগঞ্জ,কুলিয়ারচর,নারী,উদ্যোক্তা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close