দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

  ২২ সেপ্টেম্বর, ২০২৩

দাউদকান্দিতে কিশোরীকে সঙ্গবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪

ছবি : প্রতিদিনের সংবাদ।

কুমিল্লার দাউদকান্দিতে কিশোরীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ সেপ্টম্বর) নারী ও শিশু নির্যাতন আইনে মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গত ১৪ সেপ্টেম্বর ধর্ষণের ঘটনায় কিশোরীর মা অজ্ঞাতনামা দুজনসহ ৬ জনের নামে বৃহস্পতিবার দাউদকান্দি মডেল থানায় মামলা করেন।

বাদীর অভিযোগ সূত্রে জানা যায় , গত ১৪ সেপ্টেম্বর বিকালে নিজের নাকফুল মেরামত করার জন্য ১৪ বছরের কিশোরী মেয়েকে স্থানীয় একটি বাজারের স্বর্ণকারের দোকানে পাঠানো হয়। পরে বাড়ি ফেরা পর সন্ধ্যা অনুমানিক সাড়ে ৭টার দিকে গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে লেগুনায় উঠে কিশোরী। ওই গাড়ির ড্রাইভার আকাশ এবং যাত্রীবেশে সবুজ ও হৃদয় ছিল। গন্তব্য স্টেশনের একটু আগে সোনালী আঁশ নামক জুট মেইলের কাছে গাড়িটি থামানো হয়। পরে আকাশ ও সবুজ তার মুখ চেপে ও হাত-পা ধরে গাড়ি থেকে নামিয়ে পাশের জঙ্গলে নিয়ে হৃদয় ও মেহেদীসহ অজ্ঞাতনামা দুইজন তাকে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে না জানানোর হুমকি দিয়ে শহিদনগর ফুটওভার ব্রিজের নিচে আহত অবস্থায় মেয়েকে ফেলে যায় তারা।

ভয়ে প্রথমে কাউকে কিছু জানায়নি কিশোরী। ঘটনার তিন দিন পর এলাকার এক মেম্বারের মাধ্যমে আারেক ব্যক্তির কাছ থেকে ঘটনা জানতে পারে তার পরিবার। পরে জিজ্ঞেস করলে সে পুরো ঘটনাটি বলে কিশোরী।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, ধর্ষণের ঘটনার অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ধর্ষণের শিকার কিশোরীর শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।

পিডিএস/এএমকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গ্রেপ্তার,সঙ্গবদ্ধ ধর্ষণ,কিশোরী,দাউদকান্দি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close