পটুয়াখালী জেলা প্রতিনিধি

  ২১ সেপ্টেম্বর, ২০২৩

কুয়াকাটায় জালে ধরা পড়ল ১০ কেজির পাঙ্গাশ

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কুয়াকাটায় জেলে সাদ্দাম হোসেনের জালে ধরা পড়েছে ৯ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি পাঙ্গাশ মাছ। বুধবার সন্ধ্যায় কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে বিশাল পাঙ্গাশ মাছটি জালে ধরা পড়ে।

পরে কুয়াকাটা মেয়র মার্কেটের ঘরামী ফিস আড়তে নিলামের মাধ্যমে ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হয়। ঘরামী ফিসের স্বত্ত্বাধিকারী রিয়াজুল ঘরামি বলেন, এই পাঙ্গাশ মাছটি বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া জেলে সাদ্দামের ইলিশ মাছ ধরার জালে ধরা পড়ে। এসময় আরও এক জেলের জালে ৮ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি পাঙ্গাশ মাছ ধরা পড়ে। সেটিও একই দরে বিক্রি হয়।

পরে এই মাছ দুটিকে ঢাকায় পাঠিয়েছেন। কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সমুদ্রে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞার সময় মাছের প্রজনন বৃদ্ধিতে মৎস্য বিভাগ নদী ও সাগরে অভিযান পরিচালনা করেছেন। যে কারণে ইলিশের পাশাপাশি পাঙ্গাশসহ সামুদ্রিক মাছের প্রজনন এবং বড় হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুয়াকাটা,পটুয়াখালী,পাঙ্গাশ,মাছ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close