বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

  ২১ সেপ্টেম্বর, ২০২৩

সাঁথিয়ায় বিদ্যালয়ের সভাপতি ও  সদস্যের শাস্তি চাইল শিক্ষার্থীরা

শিক্ষককে লাঞ্ছিতে প্রতিবাদ

সাঁথিয়ার কাশিনাথপুর বালিকা উচ্চবিদ্যালয়ে সামনে গতকাল শিক্ষার্থীদের ঘণ্টাব্যাপী মানববন্ধন। ছবি: প্রতিদিনের সংবাদ

  • নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় বুধবার অফিস কক্ষে লাঞ্ছিত করা হয়।
  • বুধবার রাতে সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করেন প্রধান শিক্ষক।
  • অভিযুক্ত সদস্যসহ সভাপতির পদত্যাগ ও বিচারের দাবি শিক্ষার্থীদের

পাবনার সাঁথিয়ায় কাশিনাথপুর বালিকা উচ্চবিদ্যালয়ে পরিচালনা কমিটির সদস্যের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন করে শিক্ষার্থীরা। এতে কমিটির অভিযুক্ত সদস্যের পদত্যাগ ও বিচারের দাবি জানান তারা।

এর আগে বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব পদে লোক নিয়োগের বিষয়ে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে অফিস কক্ষে পরিচালনা কমিটির সভাপতি আব্দুল বাতেন মিয়াসহ অন্য সদস্যদের নিয়ে নিয়োগের বিষয়ে বৈঠক হয়। এতে নিয়োগে অনিয়মের অভিযোগ এনে প্রতিবাদ কমিটির সদস্য সিবলি সাদিক রাশেদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিনকে মারধর করেন। এ ঘটনায় পরদিন বুধবার রাতে সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করেন প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন জানান, বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব পদে লোক নিয়োগের বিষয়ে অফিস কক্ষে পরিচালনা কমিটির সভাপতি আব্দুল বাতেন মিয়াসহ অন্য সদস্যদের নিয়ে নিয়োগের বিষয়ে বৈঠক হয়। এ সময় সদস্য রাশেদ তার নিজের লোককে নিয়োগের জন্য তাকে পাবনা ডিজির প্রতিনিধির কাছে যেতে বলেন। তিনি এর রেজুলেশন লিখে বৃহস্পতিবার যাবেন বলায় ক্ষিপ্ত হয়ে তার চোখে ঘুষি মারেন ওই সদস্য। এতে জ্ঞান হারিয়ে পড়ে গেলে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যান।

প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন বলেন, ‘এর আগেও আমাকে একটি অনৈতিক প্রস্তাব দেন সদস্য রাশেদ। তারা প্রার্থীর নিকট থেকে মোটা অংকের অর্থের লেনদেন করেন, যা আমাকেও ভাগ নিতে বলেন। এতে আমি অস্বীকার করলে পরে একজনের মাধ্যম দিয়ে আমাকে ম্যানেজ করার চেষ্টা করে। আমি এতেও অস্বীকার জানালে সে সভাপতির সামনেই আমাকে অশ্লিল ভাষায় গালাগাল করেন। পরে আমার চোখের উপর ঘুষি মারলেন।’

গতকাল মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে লাঞ্ছিত করায় পরিচালনা কমিটির সদস্য রাশেদ ও সভাপতির পদত্যাগসহ শাস্তি দাবি করেন।জানতে চাইলে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শিক্ষককে মারধরের বিষয়ে বুধবার মামলা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close