অভয়নগর (যশোর) প্রতিনিধি

  ২১ সেপ্টেম্বর, ২০২৩

নওয়াপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

অভয়নগরে খাস জমি উদ্ধার করে হাট পুনঃস্থাপনের দাবি

নওয়াপাড়া পৌরসভায় বুধবার দুপুরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে স্থানীয় বাসিন্দা। ছবি: প্রতিদিনের সংবাদ
  • পৌরসভার একই মৌজায় ৪৮০ শতাংশ সরকারি খাস জমি বেদখল, ব্যক্তি নামে রেকর্ড।
  • খাসজমিতে তালতলা হাট পুনরায় স্থাপন, শিশুপার্কসহ গৃহহীন পরিবারের জন্য বাসস্থান নির্মাণের দাবি।
  • দাবি আদায়ে বিভিন্ন দপ্তরের স্মারকলিপি দান, অবস্থান কর্মসূচিসহ ঝাড়ু মিছিলের হুঁশিয়ারি।

যশোরের অভয়নগর উপজেলায় নওয়াপাড়া পৌরসভার একটি মৌজার প্রায় ৪৮০ শতাংশ খাস জমি দখল করে অবৈধভাবে স্থাপনা তৈরিসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে প্রভাশালীরা। এর মধ্যে ৯৬ শতাংশ খাস জমি ব্যক্তির নামে রেকর্ড করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওই খাস জায়গা তালতলা হাট পুনরায় স্থাপনের করার দাবিতে যশোর-খুলনা মহাসড়কে মানববন্ধন করেছে এলাকাবাসী। গত বুধবার দুপুরে ১২টা থেকে ১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন নওয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল ইসলাম রেজা ফারাজী। এর আগে সোমবার একই দাবিতে ওয়ার্ডবাসী নওয়াপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে।

দ্রুত দাবি আদায় না হলে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও পৌর মেয়র বরাবর স্মারকলিপি দেওয়ার কথা জানান বক্তারা। সেই সঙ্গে রাজপথে ঝাড়ু মিছিল, অবস্থান কর্মসূচিসহ কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

ভূমি কার্যালয়ের সহযোগিতা চেয়ে বক্তারা বলেন, তালতলা হাটের খাস জমি অবৈধভাবে দখল করে রেখেছেন আকরাম সরদার গং ও সাবেক পৌর কাউন্সিলর জাহানারা বেগম। এই খাস জমি উদ্ধার করে শতবছরের ঐতিহ্য তালতলা হাট পুনরায় স্থাপন করতে হবে। একটি শিশুপার্কসহ ভূমি ও গৃহহীন পরিবারের জন্য বাসস্থান নির্মাণ করতে হবে।

গতকাল ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান ও জাহাঙ্গীর বিশ্বাস, ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মোল্যা ও বিপুল শেখ, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রোকেয়া বেগম ও রাশেদা বেগম লিপিসহ অন্যরা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অভয়নগর,যশোর,জমি উদ্ধার,দাবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close