শুভ দে,  মাভাবিপ্রবি প্রতিনিধি

  ২১ সেপ্টেম্বর, ২০২৩

মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি

চিন্তা ও চেতনার দ্বার উন্মোচিত হোক যুক্তির ছন্দে 

ছবি: প্রতিদিনের সংবাদ

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি মুক্তচিন্তা ও যুক্তিচর্চায় বিশ্বাসী। মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি সবসময়ই প্রচলিত ধারার বাইরে গিয়ে নতুন কিছু করতে সবসময় পছন্দ করেন। প্রায় সমগ্র বছরজুড়ে চলে এর নানা কর্মকাণ্ড। ডিবেটিংয়ে যোগ দিতে কখনও ঢাকায় বা কখনো অন্য বিশ্ববিদ্যালয়ে টিম নিয়ে যেতে হয় নিজেদের বিশ্ববিদ্যালয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। প্রতিবছর নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ও স্নাতক/ স্নাতকোত্তর শেষ করে শিক্ষার্থীরা চলেও যান নিজেদের জীবিকা অর্জনের উদ্দেশ্যে। তাই নবীনদের মধ্যে বিতার্কিক খুঁজে বের করে প্রশিক্ষণের মাধ্যমে শাণিত করা হয়। এরই ধারাবাহিকতায় যুক্তির ছন্দে নবীন বিতার্কিকদের শাণিত করতে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে ‘ডিবেটরস হান্ট ২০২৩’-এর আয়োজন করে মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি।

আয়োজনের অংশ হিসেবে নতুন বিতার্কিকদের বিতর্ক শেখানোর উদ্দেশ্যে সংগঠনের সিনিয়র সদস্যদের মধ্য থেকে মেন্টর নিয়োগ করেন সংগঠনটির সভাপতি-সাধারণ সম্পাদক। এতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ৯টি টিম। ট্যাব রাউন্ডের দুটি বিতর্ক শেষে সেরা চারটি টিম সেমিফাইনালে অংশগ্রহণ করেন। চ্যাম্পিয়ন হয় টিম ডিসপুটেশন ও রানারআপ হয় টিম প্রত্যুষ। ডিবেটারস অব দ্য ফাইনাল হয়েছেন আবির হোসেন এবং ডিবেটারস অব দ্য টুর্নামেন্ট হয়েছেন সাজ্জাদ আল হাসান।

অনুষ্ঠানের আহ্বায়ক মোহাম্মদ ফাহিম আশহাব বলেন, ‘আমরা প্রতি বছর নবীনদের নিয়ে ডিবেটরস হান্ট আয়োজন করে থাকি। হান্টের প্রধান লক্ষ্য থাকে নবীন বিতার্কিক অনুসন্ধান করা এবং তাদের মেন্টর দিয়ে দক্ষ করে তোলা।

ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক শাহরিয়ার ইসলাম শাকিল বলেন, ‘আমাদের ক্লাবে প্রতিটি সদস্যের দৃষ্টিভঙ্গি সম্মানিত এবং মূল্যবান। গত এক বছরে আমরা অনেক গুলো সাফল্যের সাক্ষী হয়েছি। সভাপতি জারিন তাসনিম ইতু বলেন, ‘বিতর্ক একটি শিল্প। নিয়মিত চর্চার মাধ্যমে যুক্তির ধারে এটিকে শাণিত করতে হয়।’

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাভাবিপ্রবি,ক্যাম্পাস,ডিবেটিং,টাঙ্গাইল
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close