শাহ্ আলম খান, চাঁদপুর প্রতিনিধি

  ১৮ সেপ্টেম্বর, ২০২৩

চাঁদপুরে ২৪ ঘণ্টায় ৬০ জন নারী-পুরুষ ডেঙ্গু আক্রান্ত

ছবি : প্রতিদিনের সংবাদ।

চাঁদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬০ জন নারী-পুরুষ ও শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন। বাকীরা ৭ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। চলতি বছরের জানুয়ারি মাস থেকে ডেঙ্গু রোগীদের তথ্য সংগ্রহ শুরু হয়। এ পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যা ৩ হাজার ৩৫ জন। তবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কেউ মৃত্যুবরণ করেনি।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে, নারী-পুরুষ ও শিশু ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে কেউ ৪ দিন আবার কেউ গত ২ দিন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মহিলা ওয়ার্ডের সিনিয়র নার্স শামিমা আক্তার ও ফেরদৌসি বেগম জানান, ডেঙ্গু পজিটিভ নিয়ে যারা ভর্তি হচ্ছেন তাদের পুরো চিকিৎসাই আমরা দিচ্ছি। তাদেরকে স্যালাইন, ইনজেকশন ও ট্যাবলেট দেওয়া হচ্ছে। হাসপাতাল থেকে সুস্থ হয়ে তারপর বাড়িতে যাচ্ছেন।

হাইমচর উপজেলার চরভৈরবী এলাকার জারিয়ার চরের ডেঙ্গু আক্রান্ত রোগী রায়হান (২২) জানান, জ্বরে আক্রান্ত হওয়ার পর গত দুই দিন আগে হাসপাতালে এসে ভর্তি হয়েছেন। চিকিৎসা চলছে। ডাক্তার ও নার্স সবাই অনেক আন্তরিক।

চাঁদপুর শহরের পুরাণ বাজার মধ্য শ্রীরামদী এলাকার বাসিন্দা হৃদয় হোসেন (১৬) জানান, গত ৪ দিন আগ থেকে জ্বর শুরু হয়। রবিবার (১৭ সেপ্টেম্বর) সদর হাসপাতালে পরীক্ষা করার পরে ডেঙ্গু পরীক্ষা পজিটিভ আসে। ইনজেকশন ও স্যালাইন দেওয়া হয়েছে।

চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজার এলাকার রোকসানা জানান, তিনি গত ৩ দিন জরে আক্রান্ত। রবিবার পরীক্ষা করার পর ডেঙ্গু পজিটিভ আসে।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগী ভর্তি হয়েছেন ২১ জন। এর মধ্যে শিশু ১০ জন, নারী ৫ জন ও পুরুষ ৬ জন। আমাদের হাসপাতালে সাধারণ রোগীর পাশাপাশি ডেঙ্গু রোগীদেরকেও আন্তরিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে কোনো ধরনের সমস্যা নেই।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. শাহাদাৎ হোসেন বলেন, মূলত জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী বাড়তে শুরু করে জুলাই মাস থেকে। সে হিসেবে জুলাই থেকে এ পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৩৫ জন। গত ২৪ ঘণ্টায় জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে ২১ জন, ফরিদগঞ্জে ৩ জন, শাহরাস্তি ৭ জন, কুচয়া ২০ জন, হাজীগঞ্জ ৫ জন, মতলব দক্ষিণে ৩ জন, মতলব উত্তরে কোনো রোগী ভর্তি নেই এবং হাইমচর উপজেলায় ভর্তি আছে ১ জন।

তিনি আরো বলেন, জেলা স্বাস্থ্য বিভাগ থেকে ডেঙ্গু থেকে রক্ষায় বিভিন্নভাবে সচেতনামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রত্যেক উপজেলা স্বাস্থ্য বিভাগ কাজ করছে। বিশেষ করে চাঁদপুর পৌরসভা এলাকায় পৌর কর্তৃপক্ষ মশা নিধন কার্যক্রম অব্যাহত রেখেছেন।

পিডিএস/এএমকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডেঙ্গু আক্রান্ত,চাঁদপুর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close