সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১৭ সেপ্টেম্বর, ২০২৩

সিরাজগঞ্জের বাজার

বেঁধে দেওয়া দামে মেলে না পেঁয়াজ-আলু, ক্ষোভ

ছবি: প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জের বাজারগুলোতে সরকারের বেঁধে দেওয়া দামে পেঁয়াজ-আলু বিক্রি হচ্ছে না। এতে ক্ষুব্ধ ক্রেতারা । সিরাজগঞ্জ শহরের বড় বাজারে গিয়ে দেখা গেছে, দেশি পেঁয়াজ ৭৫ টাকা, আমদানি করা পেঁয়াজ ৬৫, আলু ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ডিম প্রতি হালি ৪৮ টাকায় বিক্রি হচ্ছে।

জানতে চাইলে পাইকারী ব্যবসায়ীরা বলেন, পেঁয়াজ-আলু বেশি দামে কেনা। সরকার নির্ধারিত দামে বিক্রি করে লোকসানের মুখে পড়া যাবে না।

তবে খুচরা বিক্রেতারা বলেন, আড়তে পাইকারি ব্যবসায়ীদের কাছে থেকে সরকার নির্ধারিত মূল্যে পেঁয়াজ-আলু মিলছে না। এ ব্যাপারে প্রতিবাদ করলে মালামাল দেওয়া হয় না।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ বলেন, আমাদের বাজার তদারকি অব্যাহত রয়েছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেওয়া হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ,বাজার,পেঁয়াজ,আলু,ক্ষোভ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close