আজাদ হোসেন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে চুয়াডাঙ্গায় আ.লীগের পথসভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির অন্যতম সদস্য ও জাতীয় দৈনিক আমার সংবাদের সম্পাদক জননেতা হাশেম রেজার নের্তৃত্বে এলাকায় ধারাবাহিকভাবে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
সর্বশেষ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় দামুড়হুদা উপজেলার বিষ্ণপুর বাজারে বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন হাশেম রেজা।
এ সময় আরো বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম, প্রবীন আওয়ামী লীগ নেতা সরফরাজ উদ্দিন, আবেদ আলী বিশ্বাস, পারুল মেম্বার, জসিম মেম্বার, বদরগঞ্জ কলেজের সাবেক জিএস ও জেলা ছাএলীগ নেতা নাসির উদ্দীনসহ অন্যরা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ তুলে ধরে আবারো নৌকায় ভোট চান জননেতা হাশেম রেজা।
উল্লেখ্য গত ১২ সেপ্টেম্বর থেকে হাশেম রেজার নের্তৃত্বে ধারাবাহিকভাবে চুয়াডাঙ্গা-২ আসনের বড়বলদিয়া কলেজ মাঠ, রাঙ্গিয়ারপোতা ক্লাব চত্বর, সাড়াবাড়িয়া বাজার, বিষ্ণুপুর বাজার ও মদনা বাজারে প্রতিদিন বিকালে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলা এসব পথসভা ও গণসংযোগে নারী-পুরুষ নির্বিশেষে প্রায় সকল শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।
পিডিএস/এএমকে