কনক দেব, শিবগঞ্জ (বগুড়া)
শিবগঞ্জে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত কারিগররা

** গতবছর ছিল ৬০টি, এবার ৬৩টি পূজামণ্ডপ।
আগামী ১৪ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হবে। এ কারণে সারাদেশের মতো বগুড়ার শিবগঞ্জেও প্রতিমা তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়েছেন কারিগররা। বিভিন্ন মন্দিরে এলাকা ঘুরে দেখা গেছে, মন্দিরে প্রতিমা তৈরির কাজে ব্যাস্ত সময় পার করছে বগুড়া শিবগঞ্জের কারিগররা। দুর্গোৎসবের প্রধান আর্কষণ প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, আগামী ১৪ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের শুরু। তবে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ২০ অক্টোবর শুক্রবার ষষ্ঠি পূজার ও ২৪ অক্টোবর মঙ্গলবার বিজয়া দশমীর দেবী বিসর্জন এর মধ্য দিয়ে এবছরের জন্য শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।
উপজেলার মোকামতলায় দুর্গা প্রতিমা তৈরির কারিগর রতন চন্দ্র মালাকার বলেন, প্রতিমা তৈরির সরঞ্জাম যেমন খড়, সুতলী, পেরেক, বাঁশ ও কাঠের দাম বেড়ে যাওয়ার কারণে তাদের খরচ বেড়েছে। প্রতিটি প্রতিমা তৈরিতে গত বছরের তুলনায় এবার খরচ বেড়েছে ৫ থেকে ৭ হাজার টাকা। তিনি এবার ২০টি প্রতিমা তৈরির অর্ডার নিয়েছেন। ২৫ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১ লাখ টাকায় প্রতিমা তৈরি করছেন। রতন মালাকার আরো বলেন, গত বছর সর্বোচ্চ ৮০ হাজার টাকায় প্রতিমা তৈরি করেছিলেন। কিন্তু এবার প্রতিমা তৈরির সরঞ্জামের দাম বেড়ে যাওয়ায় পূজার আয়োজকরাও বেশি দামে প্রতিমা তৈরি করে নিতে হিমশিম খাচ্ছে।
মোকামতলা মন্দির কমিটির সভাপতি শুভ্র শংকর প্রসাদ ও সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা বলেন, উপজেলার সবচেয়ে জাকজমক ব্যয়বহুল পূজা হয় মোকামতলায়। গতবারের চেয়ে এবার জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া আমরা পূজা উদযাপন করতে বেশ বেগ পেতে হচ্ছে।
উপজেলা পূজা উদযাপন কমিটি সাধারণ সম্পাদক সুবির দও প্রতিদিনের সংবাদকে বলেন, উপজেলাব্যাপী গতবার ৬০টি দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল এবার ৬৩টি মণ্ডপে দুর্গাপূজা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
পিডিএস/জেডকে