হামিদুর রহমান, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

  ১৬ সেপ্টেম্বর, ২০২৩

হবিগঞ্জের মাধবপুর

সড়কের দুপাশে মরা গাছ, দুর্ঘটনার শঙ্কা

ছবি : সংগৃহীত

রাস্তার দুই পাশে মরা গাছ, ঝুঁকি নিয়ে চলছে গাড়ি ও পথচারীরা। হবিগঞ্জের মাধবপুর উপজেলা শহর থেকে মনতলা-হরষপুর সড়কের দুই পাশে সারি সারি গাছ রয়েছে। এসব গাছের ফাঁকে ফাঁকে কয়েকশ মরা গাছ পথচারীদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। মৃত্যু ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছেন চালকরা। কয়েক বছর ধরে এসব গাছ মরে থাকলেও কাটার উদ্যোগ নেয়নি সড়ক ও জনপথ এবং বন বিভাগ। ঝড়-বৃষ্টির সময় মরা গাছের ডাল ভেঙ্গে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এসব মরা গাছ দ্রæত অপসারণের জন্য আহ্বান জানান পথচারীরা।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা গেছে, উপজেলা শহর থেকে মনতলা-হরষপুর সড়কের কালিকাপুর মোড় থেকে চৌমুহনী বাজার পর্যন্ত রাস্তার দুপাশে অর্ধশতাধিক শিশু ও আকাশমণি গাছ মরে গেছে। এই রাস্তার বেশির ভাগ গাছ মরে শুকিয়ে আছে। এসব গাছের ডাল প্রায়ই ভেঙে পড়েছে রাস্তায়। এসব মরা গাছের ডালপালা রাস্তার দিকে হেলে থাকায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।

সিএনজি অটোরিকশাচালক সেলিম মিয়া জানান, ঝড়-বৃষ্টির দিন ছাড়াও সড়কে চলতে ভয় লাগে। কখন যে গাছ ভেঙে পড়ে গাড়ির ওপর, সব সময় আতঙ্ক কাজ করে। অধিকাংশ মরা গাছ পোকা খেয়ে নরম করে রেখেছে।

বন কর্মকর্তা খলিলুর রহমান বলেন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী গাছগুলোকে দ্রুতই নাম্বারিং করে কাটার ব্যবস্থা করা হবে।

পিডিএস/এএমকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হবিগঞ্জ,সড়ক,গাছ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close