ইমাম হোসেন হিমেল, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

  ১৩ সেপ্টেম্বর, ২০২৩

পটুয়াখালীর কলাপাড়া

ভিক্ষুক রেহেনার ঘরে বঙ্গবন্ধুর জন্য দোয়া

ছবি : প্রতিদিনের সংবাদ।

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অফিসের বারিন্দায়, কখনো যাত্রী ছাউনির নিচে, কখনো খোলা আকাশের নিচে হাজারো রাত কাটিয়েছেন ভিক্ষুক রেহানা। তার মাথা গোজার ঠাঁই ছিল না। সম্প্রতি তিনি পেয়েছেন প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের এক পাকা বাড়ি। তার কাছে এটা ছিল স্বপ্নের চেয়ে বেশি কিছু। সেই ঘরে এসেই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে শহীদ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করছেন ভিক্ষুক রেহেনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় দোয়া করেন তিনি।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর প্যানেল মেয়র মো. হুমায়ুন কবির, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সালমা কবির প্রমুখ। ভিক্ষুক রেহেনা কখনো কল্পনাও করেননি তিনি পাবেন জমিসহ একটি পাকা বাড়ি। বিশাল স্বপ্ন পূরণ হয়েছে কলাপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর প্যানেল মেয়র যুবলীগ নেতা মো. হুমায়ুন কবিরের সহযোগিতায়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের আন্ধারমানিক নদীপাড়ে শহীদ নজরুল ইসলাম সেতুসংলগ্ন জায়গায় টেকসই করে নির্মাণ করা গড়ে তোলা হয়েছে দুস্থ, অসহায় মানুষের জন্য দৃষ্টিনন্দন বাড়ি। সুপেয় পানির জন্য বসানো হয়েছে গভীর নলকূপ। বিদ্যুতের খুঁটি বসিয়ে পৌঁছে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। ভূমিহীন গৃহহীন মানুষের জন্য মুজিব শতবর্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে নির্মিত প্রধানমন্ত্রীর উপহারের সেই বাড়ি উপহার পেলেন কলাপাড়া পৌরশহরের ভিক্ষুক রেহেলার পরিবার।

রেহেলা বলেন, ‘কখনো কল্পনা করিনি আমি জমিসহ পাকা বাড়ি পাব। হাজারো রাত ঝড়-বৃষ্টির সঙ্গে যুদ্ধ করে কাটিয়েছি। শেখের বেটি মোগোমতো ভিক্ষুককে ঘর উপহার দিয়েছেন। আল্লাহ তাকে হাজার বছর বাঁচিয়ে রাখুক। এজন্যই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে দোয়ার আয়োজন করেছি।’

কথা হয় কাউন্সিল যুবলীগ নেতা মো. হুমায়ুন কবিরের সঙ্গে। তিনি বলেন, দেশের একজন মানুষও যাতে গৃহহীন না থাকে এজন্য বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যুবলীগ মাঠে কাজ করছি। আশ্রয়ণ-২ প্রকল্প দেশের অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছে। শুধু রেহেনা নয়, আরো অনেক অসহায় মানুষ কলাপাড়া ঘর পেয়েছে। আমাদের লক্ষ্য এখন স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।

পিডিএস/এএমকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পটুয়াখালীর কলাপাড়া,বঙ্গবন্ধুর জন্য দোয়া,ভিক্ষুক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close