আমান উল্লাহ রনি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আড়াইহাজারে ৫ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
দীর্ঘদিনের পলাতক আসামি মো. দুলাল হোসেনকে গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
দুলাল উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া রামপুর গ্রামের আব্দুল নূরের ছেলে। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় পাঁচটি মামলাসহ গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি সুমাইয়া টেক্সটাইল এর মালিক।
বৃহস্পতিবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. নূরে আলম সিদ্দিকী ও এএসআই হাসিবুল হাসান সঙ্গীয় ফোর্সের সহায়তায় গুপ্তচর নিয়োগের মাধ্যমে এবং তথ্যপ্রযুক্তির সাহায্য নিয়ে ঢাকার শাহজাহানপুর থেকে মো. দুলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বিধি মোতাবেক তাকে আদালতে সোপর্দ করা হবে।
পিডিএস/এএমকে