মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৬ জুন, ২০২৩
মুন্সীগঞ্জ শ্রমিকলীগের প্রস্তুতি কমিটি ঘোষণা
মুন্সীগঞ্জে জাতীয় শ্রমিকলীগের ১৩ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। গতকাল মঙ্গলবার বেলা ১১দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সফিউদ্দিন আহম্মেদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় জাতীয় শ্রমিক লীগ।
এর আগে ২৭ মে জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে এম আযম খসরু স্বাক্ষরিত জাতীয় শ্রমিক লীগের দলীয় প্যাডে সম্মেলন কমিটির অনুমোদন দেওয়া হয়।
এদিকে এ উপলক্ষ্যে জেলার ১৩ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটির নাম ঘোষণা করা হয়েছে। মো. আবুল কাশেম আহবায়ক ও মো. সালমান খানকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট জাতীয় শ্রমিকলীগ জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষনা করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ জেলা শাখার সম্মেলন প্রস্তুতির আহবায়ক কমিটির সদস্যরা।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন