নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে বিশ্ব পরিবেশ দিবস পালন

‘প্লাস্টিক দূষণ সমাধানে, সামিল হই সকলে’ প্রতিপাদ্যে নরসিংদীতে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে সোমবার (৫ জুন) সকালে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলখানা মোড়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা শিশু একাডেমি প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। নরসিংদী পরিবেশ অধিদপ্তর আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মো. নাজমুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সামসুল আরেফিন, নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরি, নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর শাহ, ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, নরসিংদী চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, নরসিংদী চেম্বার অব কমার্সের পরিচালক আনিসুর রহমান ভূঁইয়া, পরিচালক জাকির হোসেন, সাংবাদিক জয়নাল আবদীন, নরসিংদী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মনসুর মোল্লা, নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ নাজমুল হুদা, উপ-পরিচালক সমর দাস, উপ-পরিচালক প্রশান্ত কুমার রায়, উপ-পরিচালক শাহাদত হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তিকার আলতাফ হোসেন। পরে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার ও গাছের চারা বিতরণ করা হয়।