হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
হোসেনপুরে বেড়েছে গরু চুরি

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বিভিন্ন গ্রামে বেড়েছে গরু চুরির ঘটনা। গত ককেয়দিনে গোবিন্দপুর ইউনিয়ন থেকে অন্তত তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কৃষকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। চোরের কবল থেকে গরু রক্ষা করতে রাত জেগে গোয়াল পাহারা দিচ্ছেন কৃষকরা।
একটি সংঘবদ্ধ চোরের দল গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. ফরিদ উদ্দিন মাসুদের গোয়াল থেকে দুই টি গরু চুরি করে নিয়ে যায়। যার মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা। চুরি যাওয়া গরুর মালিক ফরিদ উদ্দিন মাসুদ বলেন, রাতে ঘুম থেকে উঠেই দেখি গোয়ালের দরজা খোলা। ভেতরে ঢুকে দেখি আমার দুইটি গরু নেই। চিৎকার দিলে লোকজন জড়ো হয়ে খোঁজাখুঁজি করেও পাইনি। প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে এখনো গরুর সন্ধান পাইনি। একই ইউনিয়নের উত্তর পান গ্রামের কৃষক উজ্জ্বল মিয়ার একটি গাভী চুরি হয়। রবিবার বিকেলে মলাসতী এলাকার মো. গোলাম মিয়ার গরু দিনে দুপুরে চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হন চোর চক্রের তিন সদস্য। পরে হোসেনপুর থানায় খবর দিলে প্রশাসনের লোকজন এসে চোর চক্রের সদস্যদের থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে হোসেনপুর থানার উপ পুলিশ পরিদর্শক আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফোর্স পাঠানো হয় সেখানে তিন আসামি সহ একটি অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।