ভালুকা  (ময়মনসিংহ) প্রতিনিধি

  ০৪ জুন, ২০২৩

এসপির থানা পরিদর্শন

ছবি- সংগৃহীত

ময়মনসিংহের জেলা পুলিশ সুপার (এসপি) মাসুম আহম্মেদ ভূঁইয়া রবিবার বিকেলে ভালুকা মডেল থানা পরিদর্শন করেন।

এ সময় থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয় খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন, মাহফুজা আক্তার এডিশনাল এসপি গফরগাঁও সার্কেল, এএসপি ত্রিশাল সার্কেল, এএসপি প্রবীর ও ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন। পরে তিনি, থানা চত্বরে বৃক্ষ রোপনের কর্মসূচি হিসেবে একটি ফলজ গাছের চারা রোপন করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনসাধারণের সার্বিক জানমালের নিরাপত্তার লক্ষ্যে কাজ করছে পুলিশ, এলাকা অপরাধমুক্ত রাখতে ও নাগরিক নিরাপত্তা বিধানে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ময়মনসিংহ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close