দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

  ০৪ জুন, ২০২৩

দশমিনায় ৭০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

ছবি : প্রতিদিনের সংবাদ

পটুয়াখালীর দশমিনা উপজেলার তেতুঁলিয়া নদীতে অভিযান চালিয়ে ৭০ হাজার মিটারেরও বেশি নিষিদ্ধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ। শনিবার (৩ জুন) রাত সারে এগারোটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মৎস্য কর্মকতা মো. কামরুল ইসলামের নির্দেশে উপজেলা মৎস্য অধিদপ্তর ও মৎস্য মেরিন ফিশারিস কর্মকতার নাজমুল হাসানের নেতৃত্বে এবং নৌ পুলিশের সহায়তায় উপজেলা তেতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করে চরগড়া, মশারী, বেহুন্দী ও কারেন্ট জালসহ প্রায় ৭০ হাজার মিটারেরও বেশি নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।

এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জালগুলো উপজেলার হাজীরহাট এলাকায় এনে পুড়িয়ে ফেলা হয়।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় আমাদের সবার সচেতন হতে হবে। যারা নিষিদ্ধ জাল ব্যাবহার করে দেশের মৎস্য সম্পদ ধ্বংশ করবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দশমিনা,নিষিদ্ধ জাল জব্দ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close