টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ০২ জুন, ২০২৩

টঙ্গীতে হামলা-হুমকির প্রতিবাদে মানববন্ধন 

গাজীপুর সিটি করপোরেশনের ৫৭নং ওয়ার্ডের সদ্যবিজয়ী কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকারের অনুসারীদের সহিংসতা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন এ ওয়ার্ডের ভুক্তভোগীরা। বৃহস্পতিবার (১ জুন) বিকেলে হামলা ও বাড়িঘর ভাঙচুরের জন্য টঙ্গীর স্টেশন রোড এলাকায় এই মানববন্ধন করেন তারা।

এ সয়ম ৫৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, টঙ্গী থানা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন রাসেল, ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, মোহাম্মদ আলী, জাফর সিকদার, আবু তালেব, খোকন, সাঈদ মিয়া, কাজলী বেগম, সকিনা, রাহেলাসহ বস্তির অসহায় লোকজন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সিটি নির্বাচনে আমরা দলীয় প্রতীক নৌকার হয়ে কাজ করেছি পাশাপাশি স্থানীয় কাউন্সিলর পদপ্রার্থী মিষ্টিকুমড়ার পক্ষে শেখ মো. নজরুল ইসলামের হয়ে কাজ করেছি। নির্বাচনে মিষ্টিকুমড়া পথিকের কাউন্সিলর প্রার্থী পরাজিত হয়। বিজয়ী কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকারের সমর্থকরা নির্বাচনের দিন সন্ধ্যার পর থেকেই আমাদের ওপর অত্যাচার শুরু করে। তারা আমাদের ঘরবাড়ি দোকানপাটে ভাঙচুর চালায়, আমাদের মারধর করে, আমাদের বাসা-বাড়িতে তালা লাগিয়ে দেয়। এখন পর্যন্ত তাদের ভয়ে শতাধিক লোক এলাকাছাড়া।

আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, সেইসঙ্গে প্রশাসনের কাছে আবেদন জানাই হাজী মাজার বস্তি তথা পুরো ৫৭নং ওয়ার্ডে যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা থেকে আমাদের রক্ষা করুন।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মানববন্ধন,টঙ্গী,হামলা-হুমকি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close