ইমাম হোসেন হিমেল, কলাপাড়া (পটুয়াখালী)

  ৩১ মে, ২০২৩

কয়লা সংকটে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র

ছবি : প্রতিদিনের সংবাদ

কয়লা সংকটের কারণে কয়েকদিন ধরে বন্ধ রয়েছে পায়রা তাপবিদুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। যে পরিমাণ কয়লা মজুদ আছে, তা দিয়ে দ্বিতীয় ইউনিট চলবে আরো কিছুদিন। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব বুধবার (৩১ মে) এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, ডলার সংকটে কয়লার দাম পরিশোধ করতে না পারায় বন্ধ রয়েছে বিদ্যুৎ কেন্দ্রটি। নতুন করে কয়লা আমদানি হবে জুনের শেষের দিকে। তখন আবার চালু হতে পারে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব জানান, বাংলাদেশ ব্যাংক ও সরকার ১০০ মিলিয়ন ডলার ব্যবস্থা করে দিচ্ছে। এতে নতুন করে কয়লা সরবরাহ করতে পারবেন তারা। যতদিনে নতুন কয়লা না আসবে, ততদিন বন্ধ থাকবে বিদ্যুৎ উৎপাদন।

চীন ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে ২০২০ সালে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। তাপবিদ্যুৎ কেন্দ্রে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত কয়লা আমদানির বকেয়া বিল দাঁড়িয়েছে প্রায় ৩৯০ মিলিয়ন ডলার। এ বকেয়া বিল পরিশোধ না করায় চায়না কোম্পানি কয়লা সরবরাহ বন্ধ করে দিয়েছে।

পিডিএসও/এমএ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কয়লা সংকট,পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close