সাহারুল হক সাচ্চু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
গয়হাট্টা সালেহা-ইসহাক উচ্চবিদ্যালয়
উল্লাপাড়ায় নিয়ম ভেঙে কাটা হলো বিদ্যালয়ের ১০টি গাছ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি নীতিমালা না মেনে গয়হাট্টা সালেহা-ইসহাক উচ্চবিদ্যালয়ের ছোট-বড় ১০টি ইউক্যালিপট্যাস গাছ কেটে ফেলা হয়েছে। বিদ্যালয়ের পুকুর পাড়ের এসব গাছ ব্যবসায়ীর কাছে বিক্রির পর মঙ্গলবার (৩০ মে) সকালে তা কাটা হয়।
এ ঘটনায় উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জল হোসেনের কাছে মঙ্গলবার দুপুরের দিকে অভিযোগ করেছেন এলাকার লোকজন। প্রায় পনেরো বছর আগে লাগানো গাছগুলো সরকারি নীতিমালা না মেনে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও প্রধান শিক্ষক বিক্রি করেছেন বলে জানান তারা।
জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী স্কুলের গাছ কাটতে হলে ইউএনও, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বনবিভাগের কাছে আবেদন করতে হবে। বন বিভাগ অনুমোদন দিলেই কাটা যাবে শিক্ষাপ্রতিষ্ঠানের গাছ। তবে সালেহা-ইসহাক উচ্চবিদ্যালয়ের গাছ কাটার ক্ষেত্রে এসবের কিছুই মানা হয়নি।
জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, এসব গাছ বিদ্যালয় থেকে লাগানো হয়েছিল। গাছগুলো পুকুর চালার পাশের জমির মালিকদের মধ্যে পড়ায় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তে বিক্রি করে দেওয়া হয়েছে। গাছগুলো বিক্রি বাবদ টাকা বিদ্যালয়ের উন্নয়নকাজে ব্যয় করার জন্য রেজুলেশন করা হয়েছে।
জানতে চাইলে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আল আমিন সরকার গাছ কাটার কথা স্বীকার করেন। তিনি জানান, পুকুর চালায় লাগানো গাছগুলো পাশের জমি মালিক মানছুর রহমান ও হাবিবুর রহমানের জায়গায় পড়েছে। তবে গাছগুলো বিদ্যালয় থেকে লাগানো। গাছ বিক্রির টাকা বিদ্যালয়ের উন্নয়নে খরচ করা হবে বলে জানান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামছুল হক জানান, ইউএনওর কাছে থেকে বিদ্যালয়ের গাছ টাকার বিষয়ে নির্দেশনা পেয়েছেন। তিনি তদন্ত করে দ্রুত প্রতিবেদন দেবেন।
জানতে চাইলে ইউএনও মো. উজ্জল হোসেন জানান, সালেহা-ইসহাক উচ্চবিদ্যালয়ে গাছ কাটার অভিযোগ পাওয়ার পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে কম সময়ের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তার কাছ থেকে প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।
পিডিএস/এএমকে