শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

  ২৬ মে, ২০২৩

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ আটক ২

ছবি : প্রতিদিনের সংবাদ।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা বহনকারী দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, কমলগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামের লেবু মিয়ার ছেলে জয়ধন মিয়া শান্ত (৩০)। সে বর্তমানে শ্রীমঙ্গল শহরের মিশন রোড এলাকায় বসবাস করেন। অপরজন হলেন শ্রীমঙ্গল উপজেলার জানাউড়া গ্রামের মৃত মুহিব উল্লার ছেলে হান্নান মিয়া (৩৪)। সে শহর সংলগ্ন উত্তর ভাড়াউড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।

থানায় খোঁজ নিয়ে জানা গেছে, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদারের নেতৃত্বে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের (সাদ্দামের চায়ের দোকানের সামনে) বৃহস্পতিবার (২৫ মে) রাত পৌনে ১২টার দিকে অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে চেক পোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করছিলেন পুলিশ। ওই সময় কমলগঞ্জ থেকে শ্রীমঙ্গলমুখী একটি সিএনজি আটক করে তল্লাশি করা হয়।

এ সময় জয়ধন মিয়া শান্ত ও হান্নান মিয়ার কাছ থেকে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে তাদের সেখান থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারের নেতৃত্বে অভিযানে অংশ নেন থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম, এসআই অলক বিহারী, এসআই রাকিবুল ইসলাম, এসআই আমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার প্রতিদিনের সংবাদকে ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রীমঙ্গল থানা এলাকা মাদকমুক্ত রাখতে প্রতিদিন অভিযান পরিচালনা করা হচ্ছে। অন্যান্য দিনের মতোই আমরা ভানুগাছ সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিলাম। কমলগঞ্জ থেকে আসা শ্রীমঙ্গলমুখী একটি সিএনজিতে তল্লাশি চলাকালে আটককৃত দুই ব্যক্তির কাছে ১২০০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক মামলা করে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

পিডিএস/এএমকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আটক,ইয়াবা,পুলিশের অভিযান,শ্রীমঙ্গল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close