মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে কৃষিমন্ত্রী
‘দেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন দেখছেন তারেক রহমান’
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পাকিস্তানের সড়কে তুলে দিয়ে গেছে বাংলাদেশকে, ধর্মান্ধদের কাছে। সেই জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান এখন স্বপ্ন দেখে বাংলাদেশকে পাকিস্তান বানাবে।
শনিবার (২০ মে) বিকেল ৪টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে বেলা ১২টার দিকে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম ও মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান।
উল্লেখ্য, ২০১২ সালের ২২ ডিসেম্বর সবশেষ শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
পিডিএস/মীর