চট্টগ্রাম ব্যুরো
০২ এপ্রিল, ২০২৩
চট্টগ্রামে মহিলা দলের কমিটি অবাঞ্ছিত

চট্টগ্রাম মহিলা দলের সদ্য ঘোষিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে পদবঞ্চিতরা। কমিটির নেত্রীদের পদত্যাগে দাবি জানিয়েছেন তারা।
শনিবার (১ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এস রহমান হলে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানায় পদবঞ্চিতদের একাংশ। এ সময় কমিটির পদ পাওয়া নেত্রীদের পদত্যাগে বাধ্য করার কর্মসূচি নেওয়া হবে বলে জানান তারা। এর আগে বৃহস্পতিবার মনোয়ারা বেগম মনিকে সভাপতি ও জেলি চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৩৬ সদস্যের কমিটি ঘোষণা করে চট্টগ্রাম মহানগর মহিলা দল।
এদিকে শনিবার সংবাদ সম্মেলনের এক পর্যায়ে কথা বলতে না দেওয়ার অভিযোগ তুলে চিৎকার করে হল থেকে বেরিয়ে যান ১৪ নম্বর লালখানবাজার ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক কাজলসহ কয়েকজন।
পিডিএস/মীর
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন